সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় ২৮ দিন ব্যাপী আবাসিক গ্রামীণ মেকানিক প্রশিক্ষণ শেষ হয়েছে। এর আগে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১ আগস্ট এ প্রশিক্ষণ শুরু হয়। রবিবার দুপুর ১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনায় কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক তরিকুল ইসলাম চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, কৃষি প্রকৌশলী মোছা. উমাইরা ও আনোয়ার হোসেন পালোয়ান। প্রশিক্ষণে ৩০ জন গ্রামীণ মেকানিক অংশ গ্রহণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।