আলহাজ্ব মোঃ সামসুর রহমান চৌধুরী (বুলবুল চৌধুরী), নওগাঁ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নওগাঁয় পত্নীতলায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্তৃক আয়োজিত উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও জাইকা’র অর্থায়নে ট্যাংকে সিং, পুকুরে কার্প গলদা ও ভিয়েতনামীজ শোল চাষ এবং মৎস্য খামার যান্ত্রিকী-করণ বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ডঃ আমিনুল এহসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। শুভেচ্ছা বক্তব্য এবং প্রশিক্ষণ দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভিন, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি চৌধুরী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাইকা’র রায়হানুল আলম, প্রশিক্ষণার্থীরা প্রমুখ। দু’দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণে উপজেলার ১২০ জন মৎস্য চাষীকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।