All Menu

নোয়াখালীতে শ্রেষ্ঠ নার্সারি মালিকদের পুরস্কার ও উপকারভোগীদের চেক বিতরণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান, শ্রেষ্ঠ নার্সারি মালিকদের পুরস্কার ও উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপকূলীয় বনবিভাগ নোয়াখালীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন। বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞার সভাপতিত্বে ও হাবিবিয়া রেঞ্জ অফিসার নাহিদ উদ্দিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ। এ সময় সদর রেঞ্জ কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরী, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়া সিকদার, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, উপকারভোগী ও নার্সারি মালিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেলায় ১ম, ২য় ও তয় স্থান অর্জনকারী শ্রেষ্ঠ নার্সারি মালিক ও ৫৬ জন উপকারভোগীদের মাঝে ১৩ লক্ষ ৫৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top