মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সাদা রঙের দেশীয় ছয়টি বলদের ওজন ৫৩-৫৫ মণ। কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ছাড়াই শুধু দেশীয় খাবার খাইয়ে এ ছয়টি বলদ লালন পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর জাহাঙ্গীরপাড়া এলাকার সোহান আধুনিক ফার্ম এন্ড ফ্যাটারিংয়ের উদ্যোক্তা এরফান আলী। দাম যাই হোক ক্রেতারা নিয়মিত বলদগুলো দেখতে ও দাম দর করতে এরফানের বাড়ি আসছেন। রঙ, ওজন আর দেশীয় খাবারে পালন। সব মিলিয়ে এবার নজর কেড়েছে বিশাল আকৃতির দেশীয় এসব বলদের। কোরবানির ঈদে বাড়ি থেকে বিক্রি করবেন তার প্রিয় বলদগুলো। ছয়টি বলদের দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। উদ্যোক্তা এরফান আলী জানান, প্রবাসী ছেলে পলাশের সহযোগিতায় কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার, ঘাস, খৈল, কাঁড়ি, গম, খর, ভুষি আর ভাত খাইয়ে লালন পালন করেছেন বলদগুলোকে। বর্তমানে প্রতিদিন ৭-৮ প্রকারের ১০৬ কেজি খাবার দিতে হচ্ছে বলদগুলোকে। প্রায় প্রতিদিনই ক্রেতারা আসছেন। তিনি ১৫ লাখ টাকা দাম চেয়েছেন। বলদগুলো ক্রেতা নিতে চাইলে দেশের যেকোনো প্রান্তে নিজ খরচে পৌঁছে দিবেন। একই সঙ্গে ঈদুল আযহা পর্যন্ত খামারেই লালন-পালনের প্রতুশ্রুতিও দেন তিনি। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রণজিৎ চন্দ্র সিংহ জানান, দেশীয় খাবার খাইয়ে বলদগুলোকে লালন-পালন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।