All Menu

চাঁপাইনবাবগঞ্জে আম উৎসব উদযাপন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধুর লাইভ ম্যাংগো মিউজিয়াম জেলা প্রশাসনের আয়োজনেও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ঢাকা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় রবিবার আম উৎসব ২০২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক একে এম গালিব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি এসময় বক্তব্য রাখেন, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আলি কদর, রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ,জেলা পুলিশ সুপার আব্দুর রাকিব, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নির্বাহী অফিসার আবুল হায়াত প্রমুখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মাহবুব এমপি বলেন, আম পরিবহণের ক্ষেত্রে বিশেষ বিমানের ব্যবস্থা করা হবে। দ্রুততম সময়ের মধ্যে যাতে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বাজারে আম রপ্তানি করা যায়, সেই লক্ষে প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন। এতে চাষী-ব্যবসায়ীরা লাভবান হবেন। তিনি বলেন, বিশ্বের সবদেশে আম উৎপাদিত হলেও চাঁপাইনবাবগঞ্জের আমের মত স্বাদ পৃথিবীর কোন দেশে পাওয়া যাবে না। আগে একটি বর্ণাঢ্য র‌্যালী আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। শেষে প্রতিমন্ত্রী ও অতিথিরা আম প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন। এবারের আম উৎসবে জেলার ৫টি উপজেলার শতাধিক জাতের আমের সমারোহ হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top