ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পুকুরে মাছের পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সফল মৎস্য উৎপাদনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে নোয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে । রবিবার বিকালে বেগমগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ।
উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম নাজু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শরিফুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। ২৩ জুলাই থেকে আগামী ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ঘোষণা করে সরকার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।