All Menu

পঞ্চগড়ে স্বামীর সাথে দাওয়াত খেতে গিয়ে ট্রাক চাপায় নারীর মৃত্যু

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পঞ্চগড়ে স্বামীর সাথে মোটরসাইকেলে করে দাওয়াত খেতে গিয়ে ট্রাকের চাপায় শাহানাজ পারভিন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেলে পঞ্চগড় সদরের ধাক্কামারা এলাকায় করতোয়া পেট্রোল পাম্পের সামনে মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত শাহানাজ দিনাজপুরের ২নং উপশহরের সুমন আলীর স্ত্রী। সুমন পঞ্চগড়ে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সে একাউটেন্ট পদে চাকরি করায় তারা পঞ্চগড়ে অবস্থান করছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ধাক্কামারা এলাকায় দাওয়াত অনুষ্ঠানে স্বামীর সাথে মোটরসাইকেলে যাচ্ছিলেন শাহানাজ। একসময় তারা করতোয়া পেট্রোল পাম্পের সামনে মহাসড়কে একটি ট্রাকের পাশ কেটে সামনে যাচ্ছিলো। হঠাৎ একটি অটো তাদের সামনে চলে আসলে সুমন হার্ড-ব্রেক করেন। এতে মোটরসাইকেল নিয়ে দুজনে পড়ে গেলে পেছনে থাকা একটি পাথর বোঝাই ট্রাক মোটরসাইকেলসহ শাহানাজের দুই পায়ের উপর দিয়ে চলে যায়। দ্রুত স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ে রংপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top