ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অনুমোদিত সংখ্যার চেয়ে অধিক যাত্রী নেওয়া যাবে না। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে লঞ্চে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে। সময়মত লঞ্চ ছেড়ে যাবে। বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌ-পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী যারা কাজ করছেন তারা নিজেদের নিরাপত্তার কথা ভাবছেন না; যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করছেন। ঝুঁকি নিয়ে লঞ্চে আরোহণ না করতে প্রতিমন্ত্রী যাত্রীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঝুঁকি নেওয়া থেকে জীবন অনেক মূল্যবান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌ সেক্টরের উন্নয়নে কাজ করছেন। ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছে অধিক মাসুল ও অতিরিক্ত অর্থ আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ঈদকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে দুষ্টচক্র সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। করোনা পরিস্থিতির দু’বছর পর সবাইকে নিয়ে ভালোভাবে ঈদ করতে নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে যাত্রীদের প্রতি তিনি আহ্বান জানান। কালবৈশাখী ঝড়ের সময়ে লঞ্চ বার্থিং করে ফেলবে। নির্দেশনা মেনে লঞ্চ চলবে। প্রতিমন্ত্রী রোববার ঢাকা সদরঘাট লঞ্চ-টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার পরিচালক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী লঞ্চ মালিক ও যাত্রীদের সাথে কথা বলেন। তিনি ঈদ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।