All Menu

মহানন্দায় নেমে পলিটেকনিকের শিক্ষার্থীর মৃত্যু

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে মাসুদ রানা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী ও রাজশাহী মহানগরের তেরখাদিয়া এলাকার মৃত মুকসেদ আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সোমবার বেলা ১১টার দিকে মাসুদ রানা তার আরো দুই বন্ধুকে নিয়ে মহানন্দার নদীর সিএনবি ঘাটে গোসল করতে নামে। রাকিব হোসেন ও আবু তালিব নামে দুই শিক্ষার্থী সাঁতার কেটে নদী থেকে উঠতে পারলেও, মাসুদ রানা উঠে না আসায় ফায়ার সার্ভিসকে জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, রাজশাহী থেকে আসা ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়ে বিকাল সাড়ে চার দিকে মাসুদ রানার মরদেহ উদ্ধার করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top