All Menu

নোয়াখালীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর হাতিয়াতে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার জাহাজমারা গ্রামের মেঘনা নদীর পাড় সংলগ্ন ফরেস্ট থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর পাড় সংলগ্ন সরকারি ফরেস্টে অভিযান একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top