ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাদিরপুর ইউনিয়নের পশ্চিম ঘাটলা আলা উদ্দিনের নতুন বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা পিটিয়ে ও কুপিয়ে তিন জনকে আহত করে। কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, রাত তিনটার দিকে মুখোশ পরা একদল ডাকাত আলাউদ্দিনের নতুন বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে। এ সময় আলমিরার চাবি দিতে না চাইলে ডাকাতরা আলাউদ্দিনের পরিবারের সদস্যদের উপর অমানুষিক নির্যাতন চালায় এবং পিটিয়ে ও কুপিয়ে তিন জনকে আহত করে। তাদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সকালে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু এখনো পুলিশ ডাকাতির সাথে জড়িত কাউকে আটক বা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহিদুল হক রনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কিছু আলামত সংগ্রহ করেছি। ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।