মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নিখোঁজের ১দিন পর মহানন্দা নদী থেকে ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত ব্যক্তির নাম সানুয়ার হোসেন (৩২)। গোমস্তাপুর উপজেলার সাখাওয়াত হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের চৌডালা ফুটবল মাঠ সংলগ্ন মহানন্দা নদী-থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে বুধবার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান নিহত সানুয়ার দীর্ঘদিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন, স্থানীয় কবিরাজের কাছে তার চিকিৎসা চলছিলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।