ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন :শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের জীবন মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। করোনা মহামারিতেও গত দুবছর সরকার পাশে ছিল। পবিত্র ইদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে দুঃস্থদের মাঝে চাল, চিনি, আলু, সেমাই, শাড়ি, লুঙ্গি দেওয়ার ব্যবস্থা করেছেন বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বুধবার মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর কাফরুল থানার ১৪ ও ৯৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা মহামারি আজ নিয়ন্ত্রণে। দেশে পদ্মা সেতু ও মেট্রো-রেল নির্মাণসহ সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, তথ্যপ্রযুক্তির অগ্রগতি, বিদ্যুৎ উৎপাদন, মাথাপিছু আয় বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ সবক্ষেত্রে সরকার এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বাস্তুহারাদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বাড়ি করে দেওয়া হচ্ছে। পরে তিনি এক হাজার ৫০০ দুঃস্থের মাঝে ঈদ উপহার-সামগ্রী বিতরণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।