ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধভিত্তিক অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। কুইজ প্রতিযোগিতায় ১৫০ জন বিজয়ীর মধ্যে প্রথম স্থান অধিকারী ৩০ জনসহ মোট ৫০ বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নির্দেশনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য সচিব তপন কান্তি ঘোষ, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক খায়রুল আমীন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহিদী প্রমুখ।মন্ত্রী বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সোনার বাংলা গড়ার পথে অনেকটা এগিয়েছি। এভাবে উন্নয়ন অব্যাহত থাকলে ২০৪১ সালের অনেক আগেই বাংলাদেশে উন্নত দেশ হবে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশপ্রেম ছাড়া জাতিকে বেশি দূর এগিয়ে নেয়া সম্ভব হবে না। মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি এখনো দেশের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার চালাচ্ছে। দেশের বিরুদ্ধে অনলাইনে মিথ্যাচার রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে প্রযুক্তি জ্ঞানকে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান মন্ত্রী। সভাপতির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, গত ১৩ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে দেশে সঠিকভাবে ডিজিটাল অবকাঠামো গড়ে ওঠার কারণে করোনার সময় ডিজিটাল সংযুক্তিতে দেশ সচল রাখা সম্ভব হয়েছে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে এখন স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি। তিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি সাংস্কৃতিক মুক্তি অর্জন এবং প্রযুক্তি শিক্ষার মাধ্যমে উদার প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বাঙালি যে বীরের জাতি তা সবসময়ই প্রমাণ করবো। মেড ইন বাংলাদেশ প্রযুক্তি পণ্য দিয়ে বিশ্বজয় করবো বলে তিনি জানান। পরে, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে দেয়া হয় মেড ইন বাংলাদেশ ওয়ালটনের ১৭টি ল্যপটপ, ট্যাব, স্মার্টওয়াচ ও ব্লুটুথ স্পিকার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।