All Menu

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার মাহফিল অনুষ্ঠিত

মাসুদ সরকার, ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ৩ বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম চপলের সভাপতিত্বে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পৌর বিএনপির সহ সভাপতি শহীদুল ইসলাম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য শামীম কবির চেয়ারপার্সন। এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক সন্তোষ কুমার সাহা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন,পৌর মহিলা দলের নেত্রী শাহীনা ইয়াসমিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর, রতন, মোসাদ্দেক, আবু হানিফ, সাখাওয়াত হোসেন, আতোয়ার হোসেন, ফিরোজ হোসেন বিদ্যুত, মুনসুর, রুমন, আঃ মান্নান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top