মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজশাহীর কাশিয়াডাঙ্গায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোস্তাকিম বিল্লা (২৮)। চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। তিনি রাজশাহীর কাশিয়াডাঙ্গায় একটি প্রিন্টিং প্রেসে কর্মরত ছিলেন। একই দুর্ঘটনায় তুহিন নামে অপর ১ জন গুরুতর আহত হয়েছেন। সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাত [শুক্রবার] ২ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহা সড়কের কাশিয়াডাঙ্গা মোড়ে একটি ট্রাক ওভারটেক করার সময় মোস্তাকিমের মোটরসাইকেলকে পাশ থেকে চাপা দেয়। এ সময় মাথায়, ঘাড়ে ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয় মোস্তাকিম। পরে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোর ৪ টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিমকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তাকিমের মামা রাসেল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নম্র ভদ্র মোস্তাকিম মা বাবা, স্ত্রী ও ফুটফুটে দুটি মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মসজিদ পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ আসর মরহুম মোস্তাকিমের দাফন সম্পন্ন হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।