প্রকাশ : নভেম্বর ৮, ২০২৪ , ৭:৪৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
শুক্রবার (০৮নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার এর পরিচালনায় আবদুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলার সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “৫ আগস্ট এর পর আরেকটি বিপ্লব হবে, আর সেটা হবে ইসলামের বিপ্লব। সেই ইসলামী বিপ্লবের জন্য সকল রূকন ভাইবোনদেরকে প্রস্তুত থাকতে হবে। রুকনদেরকে বলা হয় সংগঠনের খুঁটি। খুঁটিকে মজবুত করে ধরে রাখার জন্য প্রয়োজন শক্ত ঈমান ।
আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে তা অর্জন করতে হবে। অনুষ্ঠানের শুরুতে আগামী ২ বছরের জন্য জেলা আমীরের শপথ অনুষ্ঠিত হয়।
জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব মোবারক হোসাইন, অঞ্চল টিম সদস্য এ কে এম আলী মুহসিনসহ বিভিন্ন পর্যায়ের জেলা নেতৃবৃন্দ।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ৮, ২০২৪ , ৭:৪৪ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।