All Menu

দলের চরিত্র বদলানোর আগে ব্যক্তির চরিত্র বদলাতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডক্টর শফিকুর রহমান বলেছেন, দলের চরিত্র বদলানোর আগে ব্যক্তির চরিত্র বদলাতে হবে। এমন একটা বাংলাদেশ চাই যেখানে বৈষম্য থাকবে না। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ জাতি গঠনে অবদান রাখবে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ তাঁর ন্যায্য পাওনা পেয়ে যাবে। আমরা এমন একটি দেশ চাচ্ছি।

বৃহস্পতিবার (০৭নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সমাজ থেকে দুর্নীতির মূল উপড়ে ফেলতে হবে। যারা দেশ শাসন করবেন তাদের অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে। সৎ হতে হবে। এসময় তিনি বেকারমুক্ত সমাজের প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top