All Menu

সমাজ থেকে নির্যাতন কমাতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজ থেকে নির্যাতন কমাতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাই শক্ত হাতে নিবিড়ভাবে নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধপরিকর।

উপদেষ্টা সোমবার (২১অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে গৃহকর্ত্রী কর্তৃক শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার খাদিজাকে দেখতে যান এবং তাদের খোঁজখবর নেওয়ার সময় এসব কথা বলেন। শিশু বিষয়ক উপদেষ্টা দায়িত্ব পালনকারী চিকিৎসকদেরকে নির্যাতিত শিশুদের নিবিড় পরিচর্যা ও সুচিকিৎসা দিয়ে সুস্থতা করার জন্য গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নারী ও নির্যাতন রোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি চিকিৎসক, আইনজীবী এবং পুলিশকে নির্যাতিত শিশুদের সরেজমিনে গিয়ে খোঁজখবর নেওয়ার জন্য এবং মামলা পরিচালনা করার বিষয়ে ধন্যবাদ জানান।

এর আগে উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এক মিটিংয়ে বলেন, সমাজে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আমাদের ক্যাম্পেইন করতে হবে। ভিক্টিমদের মামলাগুলো দ্রুত শাস্তির আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে সমাজ থেকে শিশু ও নারী নির্যাতন কমে আসবে।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top