মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখিয়েছে তা বাস্তবায়নে ছাত্র, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোকে যৌথভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এখন সময় এসেছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। যেখানে থাকবে না কোনো অন্যায়, দুর্নীতি, দুঃশাসন। এজন্য সকল দুর্নীতি থেকে মুক্ত হতে চাই জাতীয় দর্শন।
উপদেষ্টা শনিবার (১৯অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় গুলশানের একটি হোটেলে ‘নাগরিক সমাজ : অতীত, বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জাতীয় পরামর্শ সভায় সিএসও অ্যালায়েন্সের আহ্বায়ক ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারপার্সন ড. হোসেন জিল্লুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, সিপিডি’র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, সমন্বয়ক উমামা ফাতেমাসহ অন্য সমন্বয়কবৃন্দ।
এছাড়া সভায় অন্যান্যের মধ্যে নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, গবেষক, রাজনীতিবিদ এবং দেশি-বিদেশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন-সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।