মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ওয়াক্তিয়া মসজিদ ও একটি ড্রেনের উন্নয়ন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ী চাঁদপুর বন্ধু বাজারে পানি নিষ্কাশনের জন্য ড্রেনের উন্নয়ন ও রানীবাড়ি শান্তিবাগ ওয়াক্তিয়া মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা। সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে এই ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এছাড়া ওয়াক্তিয়া মসজিদ নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান মাস্টার, ইউপি সদস্য শামীম রেজা, আওয়ামী লীগ নেত্রী ডালিমসহ ইউপি সদস্যরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।