All Menu

২ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকার অনুদানের চেক গ্ৰহণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বুধবার (১৬অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে প্রধান উপদেষ্টার পক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ২ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকার অনুদানের চেক গ্ৰহণ করেন।

এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার গুলশানের সাফী আহমেদ চৌধুরী ১ কোটি ৫০ লাখ টাকা, আরিফ আহমেদ চৌধুরী ৫০ লাখ টাকা, আসিফ আহমেদ চৌধুরী ৫০ লাখ টাকা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড সমন্বয় পরিষদ ৪৬ হাজার টাকা প্রদান করেন।

উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২২০টি চেক / পে- অর্ডার/ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ পর্যন্ত ৯৫ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭৩০ টাকার অনুদান গ্ৰহণ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top