All Menu

দেশের সমৃদ্ধির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের সমৃদ্ধির জন্য আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন। শারদীয় দুর্গোৎসব পালন নিয়ে একটা সংশয় ছিল। দুর্গোৎসব যেন ভালোভাবে উদ্‌যাপিত হয় এবং দেশের মানুষ যেন আনন্দের সাথে উৎসব পালন করতে পারে এ ব্যাপারে সরকার সচেতন ছিল।

দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপে দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। উপদেষ্টা শনিবার (১২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে সানাইলে শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারিদের উদ্দেশ্যে বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজে বিশ্বাস করে। রাষ্ট্রের কাছে সবাই নাগরিক। ফলে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে। সরকার নাগরিকদের অধিকার রক্ষার চেষ্টা করবে। নাগরিকদের কাছেও সরকারের আকাঙ্ক্ষা থাকে। আমাদের মূল সংস্কৃতি হলো সহনশীলতার সংস্কৃতি। যুগ যুগ ধরে আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোকজন পাশাপাশি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে।

একে অন্যের উৎসবকে উপভোগ করছে। আমরা চাই সেই ঐতিহ্য বহমান থাকুক। এ সম্প্রীতি ও সামাজিক সংহতি যেন দুষ্কৃতকারীদের রুখে দিতে পারে সরকারের পক্ষ থেকে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ডক্টর কমল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং পুলিশ সুপার মোঃ বশির আহমেদ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top