All Menu

বিরামপুর বিএনপি সভাপতির সাংবাদিক সম্মেলন

দিনাজপুরের বিরামপুরে প্রথম আলো পত্রিকায় “খাদ‍্যবান্ধব চাল বিক্রির লাভের টাকা বিএনপি সভাপতির পকেটে” সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুর উপজেলা শাখার বিএনপি’র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন বুধবার (০৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ১১টায় সাংবাদিক সম্মেলন করেছেন। গত ৬ অক্টোবর ২০২৪ইং তারিখে প্রথম আলো অন লাইন প্রকাশনায় “খাদ‍্য বান্ধব কর্মসূচি চাল বিক্রির লাভের টাকা বিএনপির সভাপতির পকেটে” হেড লাইন করে প্রকাশিত সংবাদটি তাঁদের দৃষ্টিগোচর হওয়ায় উক্ত প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত বলে তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। বিএনপি বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন তাঁর লিখিত বক্তব্যে বলেন, অত্র উপজেলার চারটি ইউনিয়নে ৪ হাজার ২শত ৩৪ জন সুবিধাভোগীর জন্য খাদ‍্যগুদাম থেকে ১২৭,১৪ মেট্রিকটন চাল কিনতে ইউপি সচিবদের নামে কেজি প্রতি ১৩ টাকা হারে মোট ১৬ লক্ষ ৫২ হাজার ৮২০ টাকা বিভিন্ন ব্যাংকে জমা দিয়েছেন। পরে ইউপি সচিব এবং বিএনপি সমর্থিত ইউপি সদস‍্য ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাধ্যমে সুবিধাভোগীদের কাছে এই চাল ১৫ টাকা কেজিতে বিক্রি করা হয়েছে। পরে চাল বিক্রি করে লাভের ২ লক্ষ ৩৫ হাজার টাকা বিএনপি নেতা শফিকুল আলম ইউপি সচিবের কাজ থেকে নিয়েছেন কথাটি সত্য নয় বলে দাবী করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ১ মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, নুরে আলম নুরা, পৌর শাখার সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের আহবায়ক এ‍্যাড: শিরণ আলম, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা, দিওড় ইউনিয়ন বিএনপি সভাপতি শেলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top