চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পাচার-কালে ১৭ কেজি ৬০০গ্রাম ইলিশ এবং ১টি ভারতীয় ট্রাকসহ ১জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। রবিবার (০৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) সোনামসজিদ আইসিপি দিয়ে ইলিশ মাছ পাচারের সম্ভাবনা রয়েছে এ-প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্য কর্তৃক অধিক সতর্কতার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত খালি ট্রাকসমূহ তল্লাশির কার্যক্রম চালায়। এক পর্যায়ে ১টি ভারতীয় খালী ট্রাক বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার প্রাক্কালে আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাসি করে ১টি বক্সের ভিতর থেকে ১৭কেজি ৬০০গ্রাম কেজি ইলিশ মাছ জব্দ করে। অবৈধভাবে বাংলাদেশী ইলিশ মাছ বাংলাদেশ হতে ভারতে চোরাচালানের দায়ে ভারতীয় ট্রাক ড্রাইভার অলক মন্ডল (২২) পিতা-রনজিত মন্ডল, গ্রাম-কাঞ্চান্টার টিয়াকাঠি, পো:-কাঞ্চান্টার, থানা-ইংলিশ বাজার, জেলা-মালদাকে আটক করা হয়। আটককৃত আসামী (ভারতীয় নাগরিক), ইলিশ মাছ এবং ট্রাকটি মামলা করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া, বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।