All Menu

অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর শফিকুর রহমান বলেছেন, ন্যায় বিচারের মাধ্যমে সবাই যেন তাঁর সঠিক পাওনাটা বুঝে নেয়। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শনিবার (০৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানসহ জামায়াত নেতৃবৃন্দের বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন আগামী-দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ এবং ইনসাফ-ভিত্তিক সমাজ এবং কারও উপরে কোন ধরণের জুলুম মত কিংবা ধর্মের কারণে হবে না এমন একটা দেশ ঐক্যবদ্ধ জাতি গঠনে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top