নওগাঁর পত্নীতলায় নজিপুরে তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে মোয়াল্লেমদের মান উন্নয়নে ক্লাস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) নজিপুর মডেল মসজিদে দিনব্যাপী কর্মশালায় নওগাঁ জেলা পশ্চিমের তালিমুল কোরআন ফাউন্ডেশনের কেয়ারটেকার মোয়াল্লিম মাওলানা আব্দুল মুকিমের সভাপতিত্বে মাওলানা মোফাচ্ছেলের পরিচালনায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় মোয়াল্লিম প্রশিক্ষক ক্বারী মাওলানা শরিফুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পশ্চিমের তালিমুল কোরআন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হারুনুর রশিদ, মোয়াল্লিম হাসান, মোয়াল্লিম কামরুল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে নওগাঁ জেলা পশ্চিমের বিভিন্ন থানা হতে অর্ধ শতাধিক মোয়াল্লিম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।