All Menu

আইন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি জিনাত আরা

আইন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি জিনাত আরাকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (০২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) তাঁর নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। এছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আরো দু’টি প্রজ্ঞাপনে সাবেক বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড. নাঈমা হককে আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি এবং সদস্যগণ বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, চেয়ারম্যান ও সদস্যদের তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (০২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top