প্রকাশ : আগস্ট ১১, ২০২৪ , ১০:২৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বন্দি বাংলাদেশিদের মুক্তির জন্য আরব আমিরাতের সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১১ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচারণাও চালানো হয়। এটি যতটা না ধর্মীয় কারণে, তার থেকেও বেশি রাজনৈতিক কারণে। তিনি বলেন, তার মানে এই না যে আমরা রাজনৈতিক কারণেও কোনো সংঘাত প্রশ্রয় দেবো। যারা ভাঙচুর করেছে তাদেরকে শাস্তি দেয়া হবে।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ১১, ২০২৪ , ১০:২৫ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।