All Menu

হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করার নিন্দা জানাচ্ছি

আলী আশরাফ আখন্দ, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ঢালাভাবে যে হামলার কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। আর যে কয়টি হামলার ঘটনা ঘটেছে তা রাজনৈতিক নয় এবং এরসঙ্গে দলকে দায়ী করার নিন্দা জানাচ্ছি। শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি দেশের গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top