All Menu

ড. মুহাম্মদ ইউনূস সফল নেতৃত্বে দেশের বর্তমান সংকট কেটে যাবে

আলী আশরাফ আখন্দ, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সফল নেতৃত্বে দেশের বর্তমান সংকট কেটে যাবে। বৃহস্পতিবার (৮ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) পঙ্গু হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, অসংখ্য ছাত্র ও নাগরিককে আমরা হারিয়ে ফেলেছি। হাসপাতালে আমরা একটা তালিকা পেয়েছি। ৮ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছয়শজনের বেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। অসংখ্য হাসপাতালেই এরকম চিত্রই দেখা যাবে। ছাত্ররা দেশের কল্যাণে যেভাবে কাজ করেছে, তা দেখে আমি অভিভূত। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। সহযোগিতার কথা বলেছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top