All Menu

জমিজমার বিরোধের জেরে ইভ টিজিংয়ের অপবাদের অভিযোগ

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে এক ছাত্রলীগ নেতার নামে ইভ-টিজিংয়ের মিথ্যা অপবাদ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই ছাত্রলীগ নেতাসহ ভুক্তভোগী পরিবারটি। বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগড় ব্রমতল এলাকায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের আব্দুস সাত্তার ও দেবনগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর আলম সিদ্দিক। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, প্রতিবেশী আমিরুল ইসলামের কাছে পৈতৃক সূত্রে পাওয়া ৪৪৭৯ ও ৪৫০৯ এই দুই দাগের ৪১ শতক জমির মধ্যে গত ২০১৩ সালে সাড়ে ৫ শতক জমি কেনেন আব্দুস সাত্তার ও সোলেমান আলী দুই ভাই। পরে জমি রেজিস্ট্রি নিয়ে ভোগদখল করতে থাকেন তারা। এরই মধ্যে গত ১ জুন জমি দখলে নিতে ট্রাক্টরে করে জমিতে মাটি ভরাট শুরু করেন আমিরুল। পরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাধা দিলে ও পুলিশ এসে বিষয়টি সমাধান করেন। তবে রাতের আধারে তারা ওই জমিতে ইট এনে ফেলেন। পরে ওই জমিকে কেন্দ্র করে ঘটনায় গত ১০ জুন সকালে ভুক্তভোগী পরিবারের সাথে বিরোধে জড়ায় আমিরুলের স্বজনেরা। এসময় দুই পক্ষের অন্তত ৬ জন আহত হন। তবে বিরোধের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে প্রতিবেশী আমিরুল ও তার স্বজনেরা ভুক্তভোগী পরিবারের সদস্য নুর আলম সিদ্দিকের নামে ইভ-টিজিংয়ের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপ্রচার চালাতে থাকেন। ছাত্রলীগ নেতা নুর আলম সিদ্দিক অভিযোগ করে বলেন, আমি নিজের প্রতিষ্ঠানে ছিলাম। তারা হামলা করতে আসে। এর মাঝে তারাই আবার বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে আমার নামে মিথ্যা প্রচারণা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে এসব অভিযোগের বিষয়ে আমিরুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি। এ বিষয়ে আমিরুলের ছেলে নাইম বলেন, জমি জমা নিয়ে তাদের সাথে বিরোধ ঠিক। কিন্তু নুর আলম আমাদের মেয়ের গায়ে হাত দিয়েছে। ক্ষিপ্ত হয়ে অপমান করেছে বলেও পাল্টা অভিযোগ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top