All Menu

চাঁপাইনবাবগঞ্জে অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় ২দিন ব্যাপী প্রশিক্ষণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকার উপর উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও প্রগতিশীল কৃষক-গনের ২দিন ব্যাপী প্রশিক্ষণ। বুধবার (০৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট,চাঁপাইনবাবগঞ্জ কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আব্দুল হালিম। এই সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ড. পলাশ সরকার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট মোঃ শহীদুল ইসলামসহ অনেকেই।এই প্রশিক্ষণে ৪০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও প্রগতিশীল কৃষক-গন অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশের অত্যধিক অম্লীয় এবং অধিক অম্লীয় মাটি সংশোধনের জন্য ডলোচুনের সুপারিশকৃত মাত্রা প্রধানত: মাটির বর্তমান অম্লান (পিএইচ), মাটিতে জৈব পদার্থের পরিমাণ ও মাটির বুনটের উপর নির্ভর করে। গবেষণার ফলাফলের ভিত্তিতে, সাধারণত প্রতি শতাংশ জমিতে ৪ কেজি বা একরে ৪০০ কেজি বা হেক্টরে ১ টন হিসাবে ডলোচুন প্রয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এই মাত্রায় ডলোমাইট বা ডলোচুন প্রয়োগ করা হলে মাটির অম্লটা হ্রাস পাবে এবং ফসলের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে। তবে, মাটির পিএইচ মান, মাটিতে জৈব পদার্থের পরিমাণ ও মাটির বুনটের উপর ভিত্তি করে ডলোচুনের সুপারিশকৃত মাত্রা এর কম বা বেশীও হতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top