আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় ৬ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-১ রবিউল ইসলাম দণ্ডিতদের অনুপস্থিতিতে (পলাতক) এ রায় প্রদান করেন। দণ্ডিতরা হলেন, শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের জাহাঙ্গীরপাড়ার মৃত ফেলু মন্ডলের ছেলে আব্দুস সালাম (৩৫) ও চামা দুখুর মোড় গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩০)। রাষ্ট্র-পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোলঘর এলাকায় একটি ট্রাকের গতিরোধ করে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ বোতল ফেনসিডিল পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ ঘটনায় হাতেনাতে আটক হয় সালাম ও রকিফুলকে এবং সদর থানায় মামলা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। এছাড়া তিনি আরও জানান, ২০১৬ সালের ২৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মাদকদ্রব্য কার্যালয়ের উপ-পরিদর্শক ফজলুল হক মামলার অভিযোগ-পত্র জমা দেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।