All Menu

মৎস্য উৎপাদনের উপর বার্ষিক পর্যালোচনা মূলক কর্মশালা অনুষ্ঠিত

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) ১ম সংশোধিত এর আওতায় মৎস্য উৎপাদনের উপর বার্ষিক পর্যালোচনা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ) মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নির্বাহী প্রকৌশলীবৃন্দ, জেলা মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী, সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তা, সোসিওলজিষ্ট, মৎস্য ফ্যাসিলিটেটর এবং ১৪টি পাবসস এর ব্যবস্থাপনা কমিটি ও মৎস্য উপ-কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ। মৌলভীবাজার এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ-এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালা প্রধান অতিথি ছিলেন- এলজিডি সিলেট এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু জাফর মো: তৌফিক হাসান। বিশেষ অতিথি ছিলেন- এলজিডি সিলেট অঞ্চল এর তত্ত্বাবধায়ক মো: আজহারুল ইসলাম, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) প্রকল্প পরিচালক আবু সাঈদ মো: শাহেদুর রহিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: আলমঙ্গীর চৌধুরী, মৌলভীবাজার এলজিইডি এর সিনিয়র সহকারী প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ, মৌলভীবাজার এলজিইডি এর সহকারী প্রকৌশলী মো: আকরাম হোসেন তালুকদারসহ সংশ্লিষ্ট সকল দপ্তর প্রধানগণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top