আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাবের উদ্যোগে ঈদ উপহার হিসেবে ২০০ দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (০৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী মাহফুজা সুলতানা। ঈদ সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন অসহায় ব্যক্তিরা। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) সহধর্মিনী ডা. রেশমা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছমিনা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, লেডিস ক্লাবের সদস্য এ্যাড. আঞ্জুমান আরা, ফারুকা বেগম প্রমুখ। ২’শ জনের মাঝে ১ কেজি আতপ চাল, ১ কেজি চিনি, ৫’শ গ্রাম মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, মশলা, জিরা, কিসমিস, গুড়া দুধ, বুদিয়া, লবণ ও লাক্স সাবানসহ ১৭ ধরণের বিভিন্ন সামগ্রী দেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।