All Menu

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষর

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ নেদারল্যান্ডসের ১৫টি সহযোগী দেশের মধ্যে অন্যতম। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অংশীদারিত্বমুলক সম্পর্ক অত্যন্ত উন্নত। এটিকে আরো শক্তিশালীকরণের লক্ষ্যে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নেদারল্যান্ডসের পক্ষে সেদেশের Minister for Tax Affairs and the Tax Administration M.L.A. van Rij এবং বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, বাংলাদেশে নিযুক্ত দ্য কিংডম অভ্‌ দ্য নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্স Sonja Kuip. বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তিটি প্রায় ৩০ বছর পূর্বে ১৩ জুলাই, ১৯৯৩ সালে স্বাক্ষরিত হয়। ইতোমধ্যে দ্বৈত কর পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত আন্তর্জাতিক রীতি-নীতি যেমন OECD মডেল কিংবা UN মডেলেও নানাবিধ পরিবর্তন এসেছে। এছাড়া, বাংলাদেশও স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশভুক্ত হওয়ার ক্ষেত্রে গ্রাজুয়েশন পিরিয়ড অতিক্রম করছে। ইতোপূর্বে বিভিন্ন দেশের সাথে স্বাক্ষরিত দ্বৈত কর পরিহার সংক্রান্ত চুক্তিসমূহের অসামঞ্জস্যতা দূর করতে এবং বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখতে চুক্তিসমূহ সংশোধনের প্রয়াস নেয়া হয়েছে। সেপ্রেক্ষিতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ইতোপূর্বে স্বাক্ষরিত চুক্তিটি সংশোধনপূর্বক নতুন চুক্তি সম্পাদন করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে স্বাক্ষরিত নতুন চুক্তিতে ৩৩ টি আর্টিকেল রয়েছে। তন্মধ্যে, করের আওতা বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেলে যেমন পরিবর্তন আনা হয়েছে, একইসাথে নতুন নতুন ক্ষেত্র থেকে করে আহরণের জন্য কতিপয় নতুন আর্টিকেল সংযোজন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top