মেহেরপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতে হবে। তাদের তথ্যপ্রযুক্তিতে আরো সক্ষমতা অর্জন করতে হবে।
রবিবার (১০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) মেহেরপুরের মুজিবনগরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘হার পাওয়ার প্রকল্প’ এর প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ইন্টারনেট ও কম্পিউটারভিত্তিক দক্ষতা অর্জনের বিকল্প নেই। কারণ ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক প্রয়োজন। ইন্টারনেট চর্চা বৃদ্ধি না করলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে। তাই দেশের স্কুল পর্যায়ে স্থাপিত প্রতিটি কম্পিউটার ল্যাবকে আরো সক্রিয় করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন, পুলিশ সুপার এস এম নাজমুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।