All Menu

ইফতারের জন্য মেট্রো ট্রেন ও স্টেশনে ২৫০ মিলি লিটার পানির বোতল বহন করা যাবে

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পবিত্র রমজানের ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রো ট্রেন ও স্টেশনের paid Area তে শুধুমাত্র ২৫০ মিলি লিটার পানির বোতল বহন করতে পারবেন। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম/কনকোর্স/Entry ও Exit গেইটে রক্ষিত ডাস্টবিনে ফেলতে হবে অথবা সঙ্গে নিয়ে যেতে হবে। ইফতারের সময়সূচী প্রতিটি মেট্রো ট্রেনের কোচের অভ্যন্তরের Gangway Door এর পার্শ্বে লাগানো থাকবে। মেট্রো ট্রেনের কোচের অভ্যন্তরে LCD Salon Display (LSD) এবং মেট্রোরেল স্টেশনসমূহের কনকোর্স লেভেলের Liquid Crystal Display (LCD) স্ক্রিনসমূহেও ইফতারের সময়সূচী প্রদর্শন করা হবে।কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রো ট্রেনের অভ্যন্তরে কোনো খাবার গ্রহণ করা যাবে না।
এছাড়াও ০১ থেকে ১৫ রমজান ১৪৪৫ হিজরি পর্যন্ত মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচী (বিস্তারিত সংযুক্ত) প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। রবিবার (১০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top