All Menu

নোয়াখালীতে গরুর ঘরে লুকিয়ে রাখা ১ হাজার ২২৫ লিটার সয়াবিন তেল জব্দ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পরিত্যক্ত গরু ঘরে লুকিয়ে রাখা ১ হাজার ২২৫ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। রোববার (১২ জুন) ভোর রাতে উপজেলার চরজব্বার ইউনিয়নের বেলালের বাড়ির পরিত্যক্ত গরু ঘর থেকে তেলগুলো জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি পরিত্যক্ত গরু ঘরের মধ্যে বেশি মূল্যে বিক্রির জন্য সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে। খবর পেয়ে চরজব্বর থানার একদল পুলিশের সেখানে অভিযান চালিয়ে ফ্রেস কোম্পানির পাঁচ লিটারের ৬২ কার্টুন সয়াবিন তেল জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, জব্দকৃত তেলের মূল্য আড়াই লক্ষ টাকা। তেলগুলো আদালতে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top