ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, জনস্বার্থের কাজগুলো অগ্রাধিকার-ভিত্তিতে গতিশীল রাখতে হবে। দাপ্তরিক নথিপত্র মুভমেন্টের দীর্ঘসূত্রিতা নিরসন করে দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলার মানসিকতা থাকতে হবে। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা সোমবার (৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে ঝটিকা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় কর্মকর্তাদের এ নির্দেশ দেন। প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে দারিদ্র্য বিমোচন, অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দেশের উন্নয়নকাজে অংশ নেয়ার আহ্বান জানান। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্মসচিব মো. জাহাঙ্গীর আলম ও যুগ্মসচিব সজল কান্তি বনিক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।