All Menu

চোরাই বৈদ্যুতিক মিটারসহ ১জন আটক

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুতের মিটার চুরি করে মুক্তিপণ আদায়ের সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫টি চোরাই মিটার উদ্ধার করা হয়েছে। আটককৃত চক্রের সদস্য হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার বিনোদনপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মানারুল ইসলামের ছেলে হাসান ওরফে বাবু (১৮)। বুধবার (২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) মধ্যরাতে সদর মডেল থানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার মোহদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আজ বুধবার দুপুরে সদর মডেল থানায় এক প্রেস-ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ওসি মিন্টু রহমান। এসময় ওসি মিন্টু রহমান জানান, গত কয়েক মাস থেকে জেলার বিভিন্ন স্থান থেকে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক মিটার চুরির পর চোর চক্র তাদের সাথে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর রেখে যেতো। পরে গ্রাহকরা তাদের সাথে যোগাযোগ করলে নগদ অ্যাপের মাধ্যমে ৩ থেকে ৫ হাজার টাকা আদায়ের পর মিটার ফেরত দিতো। এ-ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মহারাজপুর সাব-জোনাল অফিসের এজিএম প্রকৌশলী আমিনুল ইসলাম গতকাল মঙ্গলবার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য বাবুকে গ্রেফতার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে ৫টি চোরাই মিটার উদ্ধার করা হয়। ওসি আরও জানান, সংঘবদ্ধ চোর চক্রের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top