ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নদী ভাঙন রোধ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং উন্নয়নের নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ও ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এর যৌথ সহযোগিতায় মাইজদীর একটি কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) পূর্বাঞ্চল কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী। অনলাইনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। মুখ্য আলোচক ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক এস এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাপাউবো পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহা-পরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, পরিকল্পনা, নকশা ও গবেষণা অতিরিক্ত মহা-পরিচালক এ কে এম তাহমিদুল ইসলাম, পূর্ব রিজিয়নের অতিরিক্ত মহা-পরিচালক মো. এনায়েত উল্ল্যাহ, নোয়াখালী-৬ আসনের সাবেক সাংসদ আয়েশা ফেরদাউস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়। এছাড়াও কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সুবিধাভোগীগণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। নিজেদের বক্তব্যে স্থানীয় জনপ্রতিনিধিরা সমীক্ষা নিয়ে তাদের নিজেদের প্রস্তাবনা, পরামর্শ, সংযোজন ও যুক্তি উপস্থাপন করেন। স্থানীয় লোকজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা। কর্মশালা থেকে জানানো হয়, সমীক্ষাটি প্রণয়নের মূল উদ্দেশ্য হচ্ছে, প্রকল্পের কারিগরি, পরিবেশগত এবং সামাজিক বিবেচনায় হাতিয়া দ্বীপ এর উপকূলীয় বেড়িবাঁধ শক্তিশালী করণ, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, তীর প্রতিরক্ষা, লবণাক্ত পানির অনুপ্রবেশ-রোধ এবং ভূমি-পুনরুদ্ধারের লক্ষে একটি সার্বিক পরিকল্পনা প্রণয়ন’সহ একটি সামগ্রিক এবং সমন্বিত সমীক্ষা সম্পাদন করা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।