All Menu

নিষ্ঠা একাগ্রতা দ্বারা লেখাপড়ার মান আরো উন্নত করতে হবে

বরিশাল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: লেখাপড়ায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নিষ্ঠা একাগ্রতা দ্বারা তোমাদের লেখাপড়ার মান আরো উন্নত করতে হবে। মেধা অর্জন করে তোমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে পরিচিতি লাভ করতে হবে, প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করতে নিরলস চেষ্টা থাকতে হবে। সর্বোপরি লেখাপড়ায় স্মার্ট হতে হবে। রবিবার (১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪’ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রতিমন্ত্রী এসব একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে হলে আমাদের দেশের নাগরিকদের স্মার্ট হতে হবে, আমাদের লেখা পড়ায় স্মার্ট হতে হবে, জ্ঞানে স্মার্ট হতে হবে, চিন্তা চেতনায় স্মার্ট হতে হবে। আমাদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারব।
গভর্নিং-বডির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃইউনুস আলী সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top