শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে অদম্য গতিতে এগিয়ে চলেছে। আর এই উন্নয়নের সুফল দেশের জনগণ পাচ্ছেন ও ভোগ করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার মাধ্যমে প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে সেই অসমাপ্ত কাজটিই বাস্তবায়ন করে যাচ্ছেন।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের ক্যাথলিক মিশন রোডে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সাহায্য প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে যে, জনগণের উপকার করতে পারলেই সরকারের কর্মকাণ্ড সফল হবে। এলাকার মানুষের প্রকৃত সমস্যা সরেজমিনে দেখে উদ্যোগ নিতে হবে। জনগণ যাতে সরকারের সকল সুবিধা যথাযথভাবে পায় সেজন্য, জনগণের পাশে দাঁড়াতে হবে ও সেদিকে খেয়াল রাখতে হবে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাত হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমদ চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৫০ হাজার টাকা করে ১৭ জনকে ৮ লাখ ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শারীরিকভাবে অক্ষম ও অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত আরো ১০ জনকে নগদ অর্থ বিতরণ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।