All Menu

সাংবাদিক রাজুল আলীকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব

মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্ব-পরিবারে স্থায়ীভাবে প্রবাস গমন উপলক্ষে সাংবাদিক শাহ মোহাম্মদ রাজুল আলীকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। সাংবাদিক শাহ মোহাম্মদ রাজুল আলী মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের চেতনা পত্রিকা ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট স্বপন কুমার দেব এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সংবাদ সংস্থা ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন এর নিজস্ব প্রতিনিধি ও দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরে আলম জিকু, তাওহীদ ইসলাম দাবা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জোসেপ আলী চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দীপ্ত নিউজ এর সম্পাদক মোঃ দুরুদ আহমেদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার, সহ- সাধারণ সম্পাদক- রিপন আহমদ (দৈনিক ভোরের সময়/ রাজনগর বার্তা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), জাহেদুল ইসলাম পাপ্পু (কুলাউড়ার ডাক) ও সাংবাদিক শাহরিয়ার খান সাকিব প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা শাহ মোহাম্মদ রাজুল আলী-কে সম্মাননা স্বারক তুলে দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top