প্রকাশ : ফেব্রুয়ারি ৯, ২০২৪ , ৪:৫২ অপরাহ্ণ
শেয়ার করুন-
রাজশাহী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজশাহী মহানগরীতে নিউ গভঃ ডিগ্রী কলেজে ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে একাডেমিক ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প (ফোসেপ) এর আওতায় এ একাডেমিক ভবন নির্মাণ হচ্ছে। এ নির্মাণকাজ বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ২৩ লাখ টাকা। উদ্বোধন-কালে নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালা চাঁদ শীল, প্রকল্প পরিচালক ড. খন্দকার মুজাহিদুল হক, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মতিউর রহমান, স্টাফ কাউন্সিলের সম্পাদক প্রফেসর মোঃ জিয়াউর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-
প্রকাশ : ফেব্রুয়ারি ৯, ২০২৪ , ৪:৫২ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।