All Menu

অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৩ মেয়াদে বিডা’র নিবন্ধিত শিল্পের ত্রৈমাসিক পরিসংখ্যান প্রকাশ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর অক্টোবর-ডিসেম্বর ২০২৩ মেয়াদে নিবন্ধিত শিল্পের ত্রৈমাসিক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এ সময়ে মোট ২৮১টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। তন্মধ্যে ২৪৩টি শিল্প প্রতিষ্ঠানে স্থানীয়, ১৯টি শিল্প প্রতিষ্ঠানে শতভাগ বিদেশি এবং ১৯টি শিল্প প্রতিষ্ঠানে যৌথ বিনিয়োগ রয়েছে। নিবন্ধিত এ সকল প্রতিষ্ঠানে প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ২ লাখ ৪৮ হাজার ৬৫১ দশমিক ৫৭ মিলিয়ন টাকা। স্থানীয় শিল্পখাতে প্রস্তাবিত মোট বিনিয়োগের ২ লাখ ৯ হাজার ২৪০ দশমিক ৮৮ মিলিয়ন টাকার মধ্যে কেমিক্যাল শিল্পখাতে সর্বাধিক ৪৯ হাজার ১৩৫ দশমিক ২১ মিলিয়ন টাকা বিনিয়োগ প্রস্তাবসহ পোশাক শিল্পখাতে ৪১ হাজার ১৯ দশমিক ৪১ মিলিয়ন টাকা, প্রকৌশল শিল্পখাতে ৩৯ হাজার ৭৬৫ দশমিক ৪২ মিলিয়ন টাকা, কৃষি শিল্পখাতে ৩০ হাজার ২৭৩ দশমিক ৩৮ মিলিয়ন টাকা এবং মুদ্রণ ও প্রকাশনা শিল্পখাতে ১৪ হাজার ৪৪৮ দশমিক ১০ মিলিয়ন পরিমাণ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এতে নতুন করে মোট ১ লাখ ৪৯ হাজার ৪৬৭ সংখ্যক জনবলের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৈদেশিক শিল্পখাতে প্রস্তাবিত বিনিয়োগের ৩৯ হাজার ৪১০ দশমিক ৬৯ মিলিয়ন টাকার মধ্যে প্রকৌশল শিল্পখাতে সর্বাধিক ২৯ হাজার ৫৫০ দশমিক ৯০ মিলিয়ন টাকা বিনিয়োগ প্রস্তাবসহ খাদ্য এবং এ সংক্রান্ত শিল্পখাতে ৫ হাজার ৬৯৮ দশমিক ১৭ মিলিয়ন টাকা, রাসায়নিক শিল্পখাতে ১ হাজার ৫৩৯ দশমিক ৫৭ মিলিয়ন টাকা, ট্যানারি ও চামড়া শিল্পখাতে ১ হাজার ১৪৮ দশমিক ৪৩ মিলিয়ন টাকা এবং পোশাক শিল্পখাতে ১ হাজার ২৪ দশমিক ৪৭ মিলিয়ন টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। প্রস্তাবিত এই বিনিয়োগে নতুন করে মোট ৮ হাজার ৮৬৫ সংখ্যক জনবলের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। বিডা’র এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top