All Menu

বিএনপিসহ কিছু রাজনৈতিক দল তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিরোধীতা করছে

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপিসহ কিছু রাজনৈতিক দল তাদের সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকারের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকার মোহম্মদপুরের আজিজ মহল্লায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ধৈর্য্য ও বিচক্ষণতার সাথে মিয়ানমার সংকট ও রোহিঙ্গা ইস্যু মোকাবিলা করছেন। বর্তমানে মিয়ানমারে যে পরিস্থিতি চলছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ তাদের দায়িত্ব পালন করছে ও সতর্ক রয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top