ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে ও ঠাকুরগাঁওয়ে প্রতারণা করে টাকা আত্মসাৎ করার অভিযোগে গত ৫ বছর আগে দায়ের করা ২০ মামলার আসামী মকছেদুল ইসলাম রিপনকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ভোর রাতে তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে তেঁতুলিয়া মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা আমির। পরে সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। গত ৫ বছর আগে প্রতারণা করে টাকা আত্মসাৎ করার অভিযোগে পঞ্চগড়ে তার বিরুদ্ধে ১০ টি সিআর মামলা ও ঠাকুরগাঁও ৭টি সিআর ও ৩টি জিআর মামলা দায়ের হয়। গ্রেফতার মকছেদুল ইসলাম রিপন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া খেরকিডাঙ্গা গ্রামের সফিকুল ইসলাম সফিকের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লা আমির বলেন, গত ৫ বছর আগে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে রিপন। এর পর পঞ্চগড়ে তার বিরুদ্ধে ১০ টি ফৌজদারি মামলা বা নালিশী মামলা (সিআর) ও ঠাকুরগাঁও ৭টি সিআর ও ৩টি থানায় এজাহারের মাধ্যমে (জিআর) মামলা দায়ের হয়। এর পর থেকে সে আত্মগোপনে চলে যায়। এর মাঝে ৫ বছর ধরে আত্মগোপনে থাকলে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ও অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার রায় ও এএসআই পলাশ চন্দ্র রায়ের একটি পুলিশি টিম ৫ বছর পর বুধবার ভোর রাতে তাকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে তেঁতুলিয়া মডেল থানায় নেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।